বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২২, ১৯:৪২ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ১৯:২৯

জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর কটুক্তি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের উপর পুলিশী হামলা-মামলার প্রতিবাদের বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সোমবার (২৩ মে) বেলা ১১টায় সদর উপজেলার  খানজাহান আলী মাজার মোড় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় মাজার মোড়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে বাগেরহাট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নেওয়াজ মো:গোলাম রসুল তরফদার, সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, ছাত্রদল নেতা রাসেল হাওলাদার, মো: মাসুম বিল্লাহ, মো: স্বাধীন মোল্লা, শাহরিয়ার নিয়াজ, আবু সালেহ, মেহদি হাসানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে কটুক্তি করেছে তা মেনে নেওয়া যায়না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে কেন্দ্রীয় সভাপতি শ্রাবণকে মামলা থেকে অব্যহতি ও হামলার বিচার দাবী করেন বক্তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত