বাগেরহাটে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১০:১৮ |  আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩২

বাগেরহাটের শরণখোলা উপজেলায় চায়ের সাথে চেতানাশক ওষুধ খাইয়ে চালককে অচেতন করে একটি অটোবাইক চুরি হয়েছে।সোমবার (১৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার সদর রায়েন্দা বাজারের পাঁচ রাস্তার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে।অচেতন হওয়া ইজিবাইকচালক শামিম খানকে (১৮) শরনখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজলার পূর্ব আমড়াগাছিয়া সিংবাড়ি গ্রামের চান মিয়া খানের ছেলে। শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন শামিম কিছুটা সুস্থ হয়ে জানান, আমড়াগাছিয়া থেকে যাত্রী নিয়ে রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ে এসে নামিয়ে দেন। এমন সময় দুই ব্যাক্তি উপজেলার রাজাপুর গ্রামে যাওয়ার কথা বলে এবং পাশের দোকানে তাকে নিয়ে চা-বিস্কুট খাওয়ায়। চা খাওয়ার কিছু সময়ের মধ্য সে মাথা ঘুরে পড়ে যায়। এ সময় ওই যাত্রীদের একজন তাকে হাসপাতালে নিয়ে ডায়রিয়া ওয়ার্ডে রেখে দ্রুত চলে যায়। শরণখোলা হাসপাতালের চিকিৎসক তাওহিদুল ইসলাম জানান, ইজিবাইকচালককে চায়ের সাথে চেতনানাশক খাওয়ানো হয়েছে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কি ধরনের চেতনানাশক খাওয়ানো হয়েছে তা বলা যাবে না। শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন বলেন, এ ব্যপারে ইজিবাইক ও মোটরবাইক চালকদের আগে থেকে সতর্ক করে দেয়া হয়েছে। বিষয়টি খোঁজ খবর নেয়া হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত