বাগেরহাটে গোশ ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ১৯:২১ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ১১:৩২

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া বাজারের গোশ ব্যবসায়ী আব্দুল্লাহ হাওলাদার (৪৭) নামের বিরুদ্ধে এক গৃহবধুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩০ জুলাই রাতে ওই গৃহবধুর স্বামী আব্দুল্লাহ হাওলাদারের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

ওই গৃহবধুর স্বামী বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ হাওলাদার আমার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় বাড়ি থেকে আমার স্ত্রী বারুইপাড়া বাজারে রওনা দেয়। যাওয়ার পথে পালবাড়ির গলিতে পৌছালে অপরিচিত এক ব্যক্তি ও আব্দুল্লাহ হাওলাদার দুইজন মিলে  আমার স্ত্রীর মুখ চেপে ধরে। এবং বিভিন্নভাবে তাদের যৌন কামনা মেটানোর চেষ্টা করে। মুখ থেকে হাত সরিয়ে আমার স্ত্রী ডাক চিৎকার দিলে মিরাজ মল্লিক, শামীম শেখ, আসিক হাওলাদারসহ কয়েকজন ঘটনাস্থলে পৌছায়। তাদের টের পেয়ে আব্দুল্লাহ ফকির দ্রুত পালিয়ে যায়। আমি এই ঘটনা সুষ্ঠ বিচার চাই।

বারউপাড়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন শেখ বলেন, আব্দুল্লাহ হাওলাদার এর আগেও এলাকায় এই ধরণের ঘটনা ঘটিয়েছে। অসহায় নারীদের সাথে এই ধরণের কাজ করাই আব্দুল্লাহ হাওলদারের অভ্যাস।

বারউপাড়া ইউনিয়ন পরিষদের ২ নং (বারুইপাড়া) ওয়ার্ডের সদস্য সোহরাব হোসেন বলেন, এই মেয়ের মাও একবার আব্দুল্লাহর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিয়েছিল। তখন তাকে সাশিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। এই ঘটনার সুষ্ঠ বিচার হওয়া প্রয়োজন।

অভিযুক্ত আব্দুল্লাহ হাওলাদার বলেন, ইউপি সদস্য সোহরাব হোসেনের সাথে আমার সাথে নির্বাচন সংক্রান্ত কিছু পূর্ব বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে তারা আমার বিরুদ্ধে এই অপপ্রপচার চালাচ্ছে। আমি কাউকে কোন প্রকার যৌন হয়রানি করিনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত