বাগেরহাটে গরুবাহী টেম্পুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ২০:০৬ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩০
বাগেরহাটেী ফকিরহাটে গরুবাহী টেম্পুর ধাক্কায় মোহাম্মদ লোকমান আলী শেখ(৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।সোমবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে খুলনা মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা আরও একজন গুরুত্বর আহত হয়েছেন। আহতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মোহাম্মদ লোকমান আলী শেখ রামপাল উপজেলার উজলপুর গ্রামের লিয়াকত আলী শেখের ছেলে। আহতের নাম পরিচয় জানা যায়নি।
কাটাখালি হাইওয়ে থানার এসআই জয়ন্ত কুমার দাস বলেন, কাটাখালিগামী একটি গাড়ি মোংলাগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও চালকের পিছনে থাকা একজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে নিলে মোটরসাইকেল চালক মোহাম্মদ লোকমান আলী শেখকে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে নিহতের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ধাক্কা দেওয়া গাড়িটি পালিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত