বাগেরহাটে কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১৮:৩৮ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ১১:৫৯

বাগেরহাটের মোরেলগঞ্জে কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ও চার শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে মোরেলগঞ্জ উপজেলার চোমড়া গ্রামে কোহিনুর সমাজ কল্যান সংস্থার আয়োজনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদা আক্তার। এসময়, কোহিনুর সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান গাজী আক্কাস আলী, ইউপি সদস্য ফেরদৌসী খানম, নজরুল ইসলাম, সোহাগ শেখ, মাওঃ আবুল বাসার দিদার, শেখ মোক্তার আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিন নানা বয়সের চার শতাধিক শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয় এবং বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।

এর আগে কোহিনুর সমাজ কল্যান সংস্থার উদ্যোগে তেলিগাতী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোরশেদা আক্তার ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত