বাগেরহাটে কর্মহীন পেশাজীবীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২১, ১৬:৩৮ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২

করোনায় কর্মহীন বাগেরহাটের পেশাজীবীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) দুপুরে জেলা আইনজীবী ভবনের সামনে বাগেরহাট জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্যদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে বেকারী, ডেকরেটর ও বাবুর্চী সমিতির সদস্যদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

খাদ্য বিতরণের সময়,স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট জেলা আইজীবী সহকারী সমিতির সভাপতি মোড়ল মোস্তাফিজুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা লিটনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এ দিন বাগেরহাট জেলা আইনজীবী সহকারী সমিতির ১‘শ৮০ জন সদস্য এবং বেকারী, ডেকরেটর ও বাবুর্চী সমিতির ২শতাধিক সদস্যদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত