বাগেরহাটে করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৪ হাজার, ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১৯:৩৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:৫২

বাগেরহাটে ৮ দিনে ২৪ হাজার ১৭ জন করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন। এর মধ্যে ১৬ হাজার ৩‘শ ৩৯ জন পুরুষ এবং ৭ হাজার ৬‘শ ৭৮ জন নারী রয়েছেন। এছাড়া ৫৪ হাজার ৪‘শ ৭জন করোনা ভাইরাসের প্রথম ডোজ গ্রহন করেছিলেন। টিকা গ্রহন ও সচেতনতামূলক কার্যক্রম চালু থাকলেও বাগেরহাটে দিন দিন সংক্রমনের পরিমান বৃদ্ধি পাচ্ছে। গেল ২৪ ঘন্টায় বাগেরহাটে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাটে সর্বমোট ১ হাজার ২‘শ ৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ হাজার ১‘শ ২৬ জন সুস্থ্য হয়েছেন এবং ৩১ জন মারা গেছেন।বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে ১‘শ ২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, গেল ২৪ ঘন্টায় বাগেরহাটে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।আমরা রোগীদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা ও আইসোলেশনের ব্যবস্থা করছি। জন সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।এর পাশাপাশি দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রমও চলমান রয়েছে আমাদের। গেল ৮ দিনে আমরা ২৪ হাজার ১৭ জনকে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ প্রদান করেছি।এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত