বাগেরহাটে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪০ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ১৪:৩৬
বাগেরহাটে আমার বাংলাদেশ (এবি) পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট খানজাহান আলী মাজার মোড়ের জারিফ হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাবেক সচিব এস.এম সোলায়মান চৌধুরী। সভায় আরও বক্তব্য দেন, এবি পার্টির সহকারি সদস্য সচিব শাহ আব্দুর রহমান, সহকারি যুগ্ন সচিব মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা এবি পার্টি লক্ষ উদ্দেশ্য, গঠন কাঠামো ও কর্মপন্থা বর্ননা করেন। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যানে বিভিন্ন কর্মসূচির গ্রহনের আশ্বাস দেন। সভায় এবি পার্টির স্থানীয় অনুসারিরা অংশগ্রহন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত