বাগেরহাটে এনজিও অফিসে চুরি, নগদ টাকা অফিসিয়াল যন্ত্রপাতি চুরি

  বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৩৬ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:২১

বাগেরহাটে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা শাপলাফুলের কার্যালয়ে চুরি সংগঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ জানুয়ারি)দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। বুধবার (১৭ জানুয়ারি) সকালে অফিস সহকারী বিশ্বনাথ চক্রবর্তী ও রেহেনা আক্তার রিনা অফিসে প্রবেশকালে দরজা ভাঙা দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন। এঘটনায় বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শাপলাফুলের নির্বাহী পরিচালক রেহানা পারভীন। 

তিনি বলেন, দোতলার সিরির পাসের গ্রিল ভেঙ্গে চোরেরা কার্যালয়ের মধ্যে প্রবেম করে। তারা হিসাব রক্ষকের কক্ষে থাকা কাগজপতদ্র তছনছ করেছে। এবং ওই কক্ষ থেকে ৪ টি ল্যাপটপ, ৩ টি ডিজিটাল ক্যামেরা, ৪ টি প্রিন্টার, ৪ টি কম্পিউটারের সিপিইউ, ৪ টি আইপিএস ব্যাটারি, এবং আলমারীতে থাকা কিস্তি আদায়ের ও বিভিন্ন তহবিলের নগদ এক লক্ষ সাতাত্তর হাজার দুইশত পঞ্চাশ টাকা নিয়ে যায়। এছাড়াও অফিসের বিভিন্ন মূল্যবান কাগজপত্রও নিয়ে গেছে চোরেরা। এর আগেও তারা কয়েকবার আমার অফিস ও বাড়িতে চুরি হয়েছে। একবার আমার সৌচাগারের ফিটিংসও চুরে করেছে। চোরদের সনাক্ত করে মালামাল ফেরত পেতে পুলিশের উর্দ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এদিকে বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত