বাগেরহাটে এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচী শুরু
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১৮:৫১ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০৫:৪১
‘পরিবেশের ভারসাম্য রাখতে হলে, গাছ লাগাতে হবে বেশী করে’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে বাগেরহাট সদরের উদ্দীপন বদর-সামছু নিকেতনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন,কোডেকের পরিচালক (প্রোগ্রাম এন্ড নলেজ ম্যানেজমেন্ট) কাজী ওয়াফিক আলম।
এসময় অন্যান্যদের মধ্যে, কোডেক কর্মকর্তা দিদার খান, বাগেরহাট অঞ্চলের ফোকাল পারসোন সৈয়দ মাহবুবুর রহমান, সামছউদ্দিন নাহার ট্রাস্টের চীফ কোঅর্ডিনেটর সুব্রত কুমার মুখার্জিসহ কোডেকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ বছর কোডেকের পক্ষ থেকে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এক লক্ষ গাছ লাগানো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরনের মাধ্যমে এ কর্মসূচী শুরু করা হয়। স্বল্প সময়ের মধ্যে এই চারা বিতরণ ও রোপন সম্পন্ন করা হবে । গাছের যত্ন, পরিচর্যা ও সুরক্ষার বিষয়টিও মনিটরিং করা হবে। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশের সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত