বাগেরহাটে এক বছরেও অফিসে শোভা পায়নি জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি!
প্রকাশ: ১ মার্চ ২০২২, ১৯:২০ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০২:৪৩
দেশের সকল সরকারি অফিসসমূহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঝুলানোর নির্দেশনা থাকলেও তা কার্যকর হয়নি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসে। এমনকি মুজিবশতবর্ষ উপলক্ষেও দপ্তরটির কর্মকর্তারা অফিসে জাতিরজনক ও প্রধানমন্ত্রীর ছবি দুটি তোলেননি। নেই অফিস পরিচিতির সাইনবোর্ডও। গতকাল জাতীয় পরিসংখ্যান দিবস পালন সম্পর্কীত বিষয়ে খোঁজ খবর নিতে গেলে গণমাধ্যম কর্মীদের নজরে আসে বিষয় গুলি।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা পরিসংখ্যান কর্মকর্তা সুরঞ্জিত কুমার ঘোষ বলেন, বছর খানেক পূর্বে অফিসটি স্থানান্তর করা হয়েছে। জনবল সংকট ও ব্যস্ততার কারনে অফিসে জাতিরজনক ও প্রধানমন্ত্রীর ছবি দুটি বসানো হয়নি। পরবর্তী এক সপ্তাহের মধ্যে সবকিছু গুছিয়ে ফেলা হবে।
সরকারি এ দপ্তরটিতে জাতিরজনক ও প্রধানমন্ত্রীর ছবি না থাকার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি আগে নজরে আসেনি। এখন জানলাম। আজই ওই দপ্তরে জাতিরজনক ও প্রধানমন্ত্রীর ছবি দুটি বসানোর ব্যবস্থা করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত