বাগেরহাটে এক্সিম ব্যাংকের উপ শাখার উদ্বোধন

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২১, ১৯:১১ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:০২

বাগেরহাটের চুলকাঠি বাজারে এক্সপোর্ট ইমপোর্ট অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম) ব্যাংকের উপ শাখা চালু করা হয়েছে। রবিবার (১৩ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে আনুষ্ঠানিকভাবে এই উপশাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন। এসময়, সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান ফকির ফহম উদ্দিন, রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু শামিম আসনু, এক্সিম ব্যাংক শিববাড়ি শাখার ম্যানেজার এভিপি মোঃ কামরুজ্জামান, মোংলারোড শাখার ম্যানেজার এফ এভিপি মো মঈনুল হোসেন, চুলকাঠি বাজারের ব্যবসায়ী শেখ সাইদুর রহমান, লিয়াকত আলী শেখ, আওমীলীগ নেতা আব্দুর সাওার শেখ, বাবু চিন্ময় দেবনাথ , রুম্মান মাহামুদ শৈশব, রেজোয়ান, জাকারিয়া শাওন, সহ চুলকাঠি বাজারের সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মোংলা রোড শাখার অধিনে চালু হওয়া এই উপ শাখায় এক্সিম ব্যাংকের বেশিরভাগ সেবা পাওয়া যাবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত