বাগেরহাটে ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানপুত্রসহ দুইজন আটক

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ২০:০২ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৩:৩১

বাগেরহাটের রামপাল উপজেলায় সম্প্রতি সময়ে মাদকের বেচা-কেনা বৃদ্ধি পেয়েছে। সাবেক একজন ইউপি চেয়ারম্যানের ছেলেসহ দুইজন অবৈধ মাদক বিক্রেতাকে আটক গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।এরা হলেন, রামপাল উপজেলা সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের ছেলে ইদি আমীন (২২) ও উপজেলার নবাবপুর গ্রামের আবু জাফরের ছেলে কালা বাবু (২০)।তাদের নিকট থেকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।এ ঘটনা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক উঠতি বয়সের দুই মাদক বিক্রেতাকে বুধবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রামপাল উপজেলার একাধিক সূত্র জানায়, সম্প্রতি সময়ে রামপাল উপজেলায় মাদকদ্রব্য ইয়াবার সেবন ও বেচা-কেনা বৃদ্ধি পেয়েছে। মাদক বিক্রেতারা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ভ্রাম্যমাণভাবে মরণনেশা মাদক বেচা-কেনা করছে। ঘটনাচক্রে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঝনঝনিয়া বাজার এলাকা থেকে সাবেক চেয়ারম্যান বজলুর রহমানের ছেলে ইদি আমীনসহ দুইজনকে গ্রেফতার করেছে ইয়াবা ট্যাবলেটসহ। আর এ সব মাদক বিক্রেতারা কতিথ বিশেষ পরিবারের সন্তান। স্থানীয়রা প্রতিবাদ করতে সাহস পায়না উল্টো হয়রানীর ভয়ে।

বাগেরহাট জেলা পুলিশের পরির্দশক এসএম আশরাফুল আলম জানান, গোয়েন্দা পুলিশ গোপন খবরের ভিত্তিতে ইদি আমীন ও কালাবাবু নামের দুইজন মাদক বিক্রেতাকে হাতে-নাতে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত