বাগেরহাটে ইসলামীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১০:১০ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ২৩:৫২

নানা আয়োজনে বাগেরহাটে ইসলামীক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে  বাগেরহাট জেলায় ইসলামীক ফাউন্ডেশনের প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারেরে রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কোরআন খতম করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তারা। সকাল সাড়ে ১০টায় বাগেরহাট কোর্ট মসজিদের সামনে থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র্যা লী বের করা হয়। র্যা লী ইসলামীক ফাউন্ডেশন কার্যালয়ে ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, ইসলামীক ফাউন্ডেশন বাগেরহাটের উপ-পরিচালক আল ফারুক, ফিল্ড অফিসার মোঃ মাসুম বিল্লাহ, মাস্টার ট্রেইনার  হাফেজ মাওলানা ফয়সাল আহমেদসহ ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত