বাগেরহাটে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
প্রকাশ: ৬ মার্চ ২০২২, ১৯:৪০ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬
বাগেরহাটের শরণখোলায় ইজিবাইক চাপায় রিয়া মনি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার(৬ মার্চ) বিকেলে উপজেলার কদমতলা গ্রামে শরীফ শেখের বাড়ির সামনে এই দূর্ঘটনা ঘটে। ইজিবাইকটিকে জব্দ করেছে পুলিশ । নিহত রিয়া মনি দক্ষিণ কদমতলা এলাকার বেল্লাল হাওলাদারের মেয়ে।
রায়েন্দা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ খায়রুল শরীফ বলেন, আমাদের বাড়ির বিয়ের অনুষ্ঠানে মায়ের সাথে রিয়া মনি দাওয়াত খেতে আসে। খাওয়া শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় শরীফের বাড়ির সামনে একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় রিয়াকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনায় স্থানান্তর করে। খুলনায় নেওয়ার পথে সে মারা যায়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, ইজিবাইক চাপায় রিয়া মনি নামের একটি শিশু মারা গেছে। ইজিবাইকটিকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। ইজিবাইক চালককে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত