বাগেরহাটে আইনজীবীদের সাথে শেখ তন্ময়ের মতবিনিময়

  নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১৯:৩৫ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৭

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। 

এসময়, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সহসভাপতি এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, ফদির উদ্দিন আহমেদ, বোগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক এ্যাড. আলতাফ হোসেন, সিনিয়র আইনজীবী গ্রফুল্ল চন্দ্র, এ্যাড মিলন ব্যানার্জীসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় নিজেদের বিভিন্ন সংকট ও দাবি তুলে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যরা। সংসদ সদস্য শেখ তন্ময় আইনজীবীদের সংকট ও দাবি পূরণের আশ্বাস দেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত