বাগেরহাটে অভিভাবক ফোরামের স্কুল পরিদর্শন 

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০১ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০১:৫৪

করোনা মহামারির কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ২২ ফেব্রুয়ারী স্কুলে ফিরেছে শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষে গাদাগাদি করে ক্লাস করায় শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হতে পারে এমন আশঙ্কার জায়গা থেকে দীর্ঘ বিরতির পরে স্কুল খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের শতভাগ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও উপস্থিতি নিশ্চিত করতে বিদ্যালয় ২টি পরিদর্শন করেছে বাগেরহাট সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের অভিভাবক ফোরামের সদস্যরা ।

রবিবার (২০ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয় এবং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় ফোরামের নেতৃবৃন্দ স্কুলের পরিচ্ছন্নতা, বেতন পরিশোধ পদ্ধতি, স্কুলের শিক্ষকদের শুণ্যপদ নিয়ে বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এ সময়ে ফোরামের যুগ্ম আহবায়ক আছমাতুল ফাতিমা ময়না, সদস্য সচিব কল্লোল সরকার, আহবায়ক কমিটির সদস্য সৈয়দ শওকত হোসেন, এস.এম রাজসহ ফোরামের সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত