বাইডেন, হ্যারিস ও ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক করবেন নেতানিয়াহু
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১১:২৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট ও সম্ভাব্য ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক করবেন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউজ জানিয়েছে, বৃহস্পতিবার বাইডেন ও হ্যারিসের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। আর ট্রাম্পের সঙ্গে বৈঠকটি শুক্রবার অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে বৈঠকের পর বাইডেন ও নেতানিয়াহু মার্কিন জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে। প্রায় এক ডজন জিম্মির পরিবার নেতানিয়াহুর বক্তব্যের জন্য ওয়াশিংটনে উপস্থিত থাকবেন। তাদের দাবি, কংগ্রেসের যৌথ অধিবেশনে নেতানিয়াহু যেন জিম্মি চুক্তির অনুমোদনের ঘোষণা দেন।
বৈঠকটি মঙ্গলবার হওয়ার কথা ছিল। তবে বাইডেন ডেলাওয়্যার থেকে কোভিড থেকে সুস্থ হয়ে মঙ্গলবার দুপুরে ওয়াশিংটনে ফিরবেন। তাই বৈঠকটি বৃহস্পতিবার নির্ধারিত হয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক শুক্রবার ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে অনুষ্ঠিত হবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকটি রুদ্ধদ্বার হবে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত