বাইডেনের কাছ হতে আজীবন সম্মাননা পেলেন বাংলাদেশ এসোসিয়েশন হিউস্টনের সাবেক চেয়ারম্যান শাহ হালিম
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ১৮:৫০ | আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৩০
বাংলাদেশ এসোসিয়েশন হিউস্টনের কার্যকরী পরিষদের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, সংগঠের সাবেক চেয়ারম্যান, জনাব শাহ হালিম এবছর প্রেসিডেন্ট লাইফটাইম অ্যাওয়ার্ড বা প্রেসিডেন্টের আজীবন সম্মাননা-২০২১ পাওয়ার বিরল গৌরব অর্জন করেছেন। তাঁর অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত- শাহ হালিমকে সংগঠনের পক্ষ থেকে এবং সকল প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।
উল্লেখ্য, বিগত সুদীর্ঘ ২৫ বছর যাবৎ জনাব শাহ হালিম বাংলাদেশ এসোসিয়েশন হিউস্টন একজন বলিষ্ঠ নেতা হিসেবে জোড়ালো ভূমিকা ও অবদান রেখে যাচ্ছেন। তিনি ছয় বছর বাংলাদেশ এসোসিয়েশনের চ্যারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমাদের অন্যতম অর্জন বাংলাদেশ-আমেরিকা সেন্টার স্থাপনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এছাড়াও তিনি বিগত ২০ বছরেরও বেশী সময় ধরে স্থানীয় মূলধারার সংগঠনসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করে চলেছেন। আমাদের সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে অসংখ্য সমাজ কল্যাণমূলক কাজে অবদান রেখেছেন। বিশেষভাবে উল্লেখ্য, তিনি মূলধারায় অনেক সংগঠনের সাথে সমাজ উন্নয়নমূলক কার্যক্রসহ মানবাধিকার কার্ক্রম, সামাজিক ন্যায্যতা ইত্যাদি বিষয়ে অবদান ও ভূমিকা রেখেছেন। শুধু তাই নয়, তিনি স্থানীয় চার্চের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন।
তিনি উত্তর আমেরিকায় প্রবাসীদের সবচেয়ে বড় সংগঠন ফোবানায় নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ ১৫ বছর এবং ফোবানার চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০২০ সালে এবং কোভিড-১৯ মহামারীর ক্রান্তিকালে উত্তর আমেরিকা ও বাংলাদেশের ক্ষতিগ্রস্থ মানুষের জন্য অর্থ তহবিল সংগ্রহ করে তাদের সেবার জন্য ফোবানা থেকে উদ্যোগ গ্রহণ করে বিরাট ভূমিকা রেখেছেন।
বাংলাদেশের গোপালগঞ্জের অধিবাসী জনাব শাহ হালিম ব্যাক্তিগতভাবে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে গমন করেন তার স্বপ্নপূরণের জন্য। তাঁর পিতা প্রয়াত শাহ আব্দুল হালিম ছিলেন একজন সমাজকর্মী ও সমাজনেতা এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট, বিজিএমইএ। জনাব হালিমের পরিবার ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তাঁর পূর্বপুরুষদের অনেকেই সরকারী পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্টিত থেকে বিশেষ ভূমিকা পালন করেছেন।
জনাব শাহ হালিম তাঁর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এবং বিশেষ করে এই সম্মানজনক প্রেসিডেন্ট’স লিফটাইম অ্যাওয়ার্ড অর্জন করে আমাদের সবাইকে গর্বিত করেছেন। দেশে-প্রবাসে তাঁর অবদান অনেক এবং বাংলাদেশ এসোসিয়েশন হিউস্টনের পক্ষ থেকে আমরা জনাব শাহ হালিমকে অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে তাঁর এই ভূমিকা ও কার্যক্রম সামাজিক কল্যানে অব্যাহত রাখবেন, সেই প্রত্যাশা করছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত