বাংলাবান্ধা স্থলবন্দরে ১৯০ টন গম বিনষ্ট
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৫০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮
বাংলাবান্ধা স্থলবন্দরে প্রয় ছয় বছর যাবত পড়ে থাকা ১৯০ টন গম ধবংস করে ফেলা হয়েছে। ভারত থেকে আমদানীকৃত এসব গম দীর্ঘদি পরিত্যক্ত থাকায় ছিল। পরে পচে দুর্গন্ধ বের হয়।
চিঠি চালাচালির পর অবশেষে মঙ্গলবার দুপুরে ৫ মেট্রিক টন ডলোমাইট পাউডারসহ গম মাটিতে পুঁতে ফেলা হয়।
স্থলবন্দর সূত্র জানায়, ২০১৮ সালের ১৮ জানুয়ারি মেসার্স ইমতিয়াজ ট্রেডার্স নামের আমদানী কারক প্রতিষ্ঠান ভারত থেকে ১৯০ টন গম আমদানি করে। কিন্ত আমদানিকৃত গমে জীবাণু থাকার আশঙ্কায় ছাড়পত্র দেয়নি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। পরে গমের সেম্পল পরীক্ষার জন্য ঢাকার (খামারবাড়ি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানো করা হলে এসব গম পাঁচটি ক্ষতিকারক জীবাণু আক্রান্ত বলে প্রতীয়মান হয়। পরে নানা জটিলতায় গম আর ভারতে ফেরত পাঠানো যায়নি। এর আগে আমদানিকৃত ৫ টন ডলোমাইট পাউডার মিস ডিক্লারেশন হয়। প্রায় ৬ বছরের মাথায় এসব পন্য ধ্বংস করার সিদ্ধান্ত হয়।
স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, প্রায় ৬ বছর গমগুলো দুইটি ওয়্যারহাউজে রাখা ছিল। পোকার আক্রমণে সেগুলো বিনষ্ট হয়ে যায়। বারবার চিঠি দিলেও কোন কাজ হয়নি। গমের স্তূপ কেন্দ্রিক পোকা-মাকড়, ইঁদুর ও বিষধর সাপের উৎপাত বেড়ে গিয়েছিল। অবশেষে বাংলাবান্ধা বন্দর কমিটির নির্দেশনায় গমগুলো
ধ্বংস করা হয়।
এ সময় বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল্লা, পরিবেশ অধিদপ্তরের উপ সহকারি পরিচালক ইউসুফ আলী, ১৮ বিজিবির সহকারি পরিচালক জামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত