বাংলাবাজার-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু  

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ৪ অক্টোবর ২০২১, ১৪:৫৬ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৩:২৫

৪৭ দিন পর বাংলা বাজার- শিমুলিয়া নৌ রুটে পরিক্ষামূলক ভাবে চালু হলো ফেরি। আজ  সোমবার সকাল সাড়ে ১০ টায় শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্যশে পরিক্ষামূলক ভাবে কুঞ্জলতা নামক একটি ফেরি ছেরে আসে। এতে করে প্রচুর উতসুক জনতা ভির করে দেখার জন্য দীর্ঘ ২  ঘন্টা ১১ মিনিট পর কুঞ্জলতা ফেরিটি কাঠালবাড়ির বাংলাবাজার ঘাটে এসে পৌছায়।  এ বিষয় কুঞ্জলতার ফেরির মাষ্টার সাইফুল বিষয়টি নিশ্চিত করেন। ফেরি টিতে  ৭ টি প্রাইভেট কার, ৭ টি পিকাপ, ৩ টি কভার ভ্যান ও ২০ টি মটর সাইকেল ছিলো। 

ফেরি কুঞ্জুলতার মাস্টার সাইফুল ইসলাম জানান নদীতে প্রচুর স্রোত ও নাব্যতার কারনে ফেরি চালানো খুবই কস্ট, আস্তে আস্তে চালাতে হচ্ছে। এতে সময় বেশি লাগে। 

এক প্রযায় মাষ্টারের কাছে জানতে চাওয়া হয় এতো সময় লাগার কারন। কারণ হিসেবে বলা হয় নদিতে অনেক স্রত ও নাব্য সংকটের কারনে ফেরি চালানো অনেক টাই কষ্টকর হয়ে যায়। তা ছারা দির্ঘ ৪৭ দিন ফেরি চলাচল এই রুটে বন্ধ থাকায় একটু হিমশিম খেতে হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত