বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল শুরু

  শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ১১:১৯ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২

লকডাউনের ১৯ দিন পর বাংলাবাজার-শিমুলিয়া নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে ফেরিতে হালকা যানবাহন নিয়ে পদ্মা নদী পাড় হতে বিআডব্লিউটিএ থেকে বলা হয়েছে। তবে কয়েকদিনে দুই ঘাটে প্রায় তিন শতাধিক ট্রাক আটকে রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘কঠোরতম বিধিনিষেধ’ জারি করে সরকার। সে মেয়াদ আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়। তবে বুধবার থেকে বেশ কিছু বিধি-নিষেধ তুলে নেয়া হয়। 

সকাল থেকে বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়তে থাকে। লঞ্চে নির্দিষ্ট ভাড়ায় যাত্রী পারাপার হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ  ক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান চলাচল করার আর্দেশ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্য অধিপ্তর প্রণীত সকল স্বাস্থ্য  বিধি মেনে চলার কথাও বলা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত