বাংলাদেশ সিরিজ নয়, আইপিএলেই খেলবেন দ. আফ্রিকার তারকা ক্রিকেটাররা!
প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ১২:৩৭ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৩
আগামী ২৬ মার্চ মাঠে গড়াবে আইপিএলের পঞ্চদশ আসর। আন্তর্জাতিক ম্যাচ থাকায় মেগা টুর্নামেন্টে শুরুতে খেলতে পারবেন না বিভিন্ন দেশের ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের নিয়েও সেই শঙ্কা দেখা দিয়েছিল। কারণ, একই সময়ে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ রয়েছে তাদের।
তবে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, বাংলাদেশ সিরিজ নয়, আসন্ন আইপিএলেই খেলবেন তারা। টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা। আগামী ১৮ মার্চ থেকে ওয়ানডে দিয়ে এই সিরিজ শুরু হবে। ফলে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে পারেন আইপিএলে দল পাওয়া ক্রিকেটাররা। তবে টেস্ট খেলবেন না তারা। পরিবর্তে ভারতে উড়ে আসবেন।
এবারের আইপিএলে দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মোট আটজন ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো জানসেন। এছাড়া অবসর নেওয়া সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিও রয়েছেন।
ইতোমধ্যে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের পূর্ণশক্তির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। সেই স্কোয়াডে আছেন আইপিএলে দল পাওয়া ৮ ক্রিকেটারই।
অবশ্য বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণার আগেই আইপিএল কিংবা জাতীয় দল দুটি অপশনই তাদের দিয়েছিল সিএসএ। ওই সময় জাতীয় দলের হয়ে খেলতে চেয়েছিলেন তারা। ফলে টাইগারদের বিপক্ষে স্কোয়াডেও রাখা হয় আইপিএল নিলামে দল পাওয়া ক্রিকেটারদের। প্রোটিয়া টেস্ট অধিনায়ক ডিন এলগারও সতীর্থদের দেশের হয়ে খেলতেই উৎসাহিত করেন।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে এক চুক্তিতে নিজেদের খেলোয়াড়দের অনাত্তিপত্র (এনওসি) দিতে সম্মত হয়েছিল সিএসএ। তবে সেসময় আইপিএলের সূচি ঘোষণা করা হয়নি। তবে এখন আইপিএল ও বাংলাদেশ সিরিজ একই সময়ে হওয়ায় বিপত্তি বেঁধেছে।
সিএসএ’র এক কর্মকর্তা বলেন, ‘আইপিএলের সময় আমাদের খেলোয়াড়দের আমরা ছাড়পত্র দেব। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের এই চুক্তি ছিল। কিন্তু করোনার কারণে সব ওলট-পালট হয়ে গেল।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত