বাংলাদেশ সফরের স্কোয়াড ঘোষনা পাকিস্তানের

   স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ০৯:৫৯ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে অাসছে পাকিস্তান দল। ১৯ নভেম্বর থেকে টি টোয়েন্টি ম্যাচ দিয়েই মাঠে গড়াবে সিরিজ। তার পরেই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখেই ১৮ সদস্যের দল ঘোষনা করেছে পাকিস্তান।

(সোমবার) রাতে পিসিবির ঘোষিত স্কোয়াডের নেতা হিসেবে রাখা হয়েছে বাবর আজমকে। মোহাম্মদ হাফিজ ছাড়া পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাকি ১৪ ক্রিকেটারই আছেন বাংলাদেশ সফরের এই স্কোয়াডে। নতুন সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন- ইফতিখার আহমেদ, হায়দার আলী ও খুশদিল শাহ।

টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। ১৯, ২০ ও ২২ নভেম্বর হবে তিনটি টি- টোয়েন্টি ম্যাচ।

পাকিস্তানের ১৮ সদস্যের স্কোয়াড : বাবর আজম, শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, শোয়েব মালিক ও উসমান কাদির

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত