বাংলাদেশ সফরের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, আসছেন না ওয়ার্নারসহ কয়েকজন
প্রকাশ: ১৬ জুন ২০২১, ১২:০৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলটাকে শক্তিশালী বলা হলেও বেশ কয়েকজন তারকা সিরিজ দুটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। সিরিজে থাকছেন না ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স ও গ্লেন ম্যাক্সওয়েল। স্টিভেন স্মিথ অবশ্য কনুইয়ের চোটে সফর করতে পারছেন না।
নাম প্রত্যাহারের তালিকা এখানেই শেষ নয়। আইপিএল থেকে ফিরে ব্যক্তিগত নানা কারণে এই সিরিজ দুটিকে ‘না’ বলেছেন ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও মার্কাস স্টয়নিস।
এই সুযোগে সিরিজ দুটির জন্য প্রথমবার আন্তর্জাতিক ম্যাচের জন্য ডাক পেয়েছেন পেসার ওয়েস অ্যাগার। রিজার্ভ হিসেবে দলের সঙ্গে যাবেন পেসার নাথান এলিস ও লেগ স্পিনার তানভির সাঙ্ঘা।
প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ড্যান ক্রিস্টিয়ান ও বেন ম্যাকডারমটও রয়েছেন এই দলে। এদের মধ্যে ক্রিস্টিয়ান সর্বশেষ অজিদের হয়ে খেলেছেন ২০১৭ সালে। শুরুতে অস্ট্রেলিয়া২৯ দলের প্রাথমিক দল ঘোষণা করেছিল। সেখান থেকে বাদ পড়েছেন ডি’আর্কি শর্ট ও ক্যামেরন গ্রিন।
জুলাইয়ে ক্যারিবীয় সফরে ৩টি ওয়ানডের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। এর পরই এই দলের সরাসরি চলে আসার কথা বাংলাদেশ সফরে। সব কিছু ঠিকঠাকভাবে হলে আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ৫টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরনড্রফ, অ্যাক্সে ক্যারি, ড্যান ক্রিস্টিয়ান, জশ হ্যাজেলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, রাইলি মেরেডিথ, বেন ম্যাকডারমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত