বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মতবিনিময় সভা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ১৯:৫০ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:২২

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রংপুর জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা আহার হোটেল সভা কক্ষে গত বৃহস্পতিবার রাতে আলহাজ্ব সামছুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব কেন্দ্রীয় নীতিমালা স্ট্যান্ডিং কমিটি কাজী শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক স্ট্যান্ডিং কমিটি গোলাম এলাহী যায়েদ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিচালক একেএম রেজাউল করিম, সাবেক কেন্দ্রীয় পরিচালক দুলাল সরকার,রংপুর জেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আমীর আজম বাবু, কাউনিয়া উপজেলা শাখার সভাপতি সারওয়ার আলম মুকুল, পীরগাছা উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল জব্বার, হারাগাছ পৌর সভা শাখার সাধারন সম্পাদক হিরু, মিঠাপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক কামরুজ্জামান, স্যাটেলাইট পাবলিকেসন্স এর মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী আঃ জলিল, সহিদুল ইসলাম ফিরোজ, জাহাঙ্গির আলম মিন্টু প্রমূখ। সভায় রংপুর জেলা কমিটি নতুন করে ঢেলে সাজিয়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করা সহ ব্যবসা উন্নয়নে কেন্দ্রীয় নীতিমালা বাস্তবায়নে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত