বাংলাদেশ নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ১৪:২৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৩
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও সফরকারী পাকিস্তান নারী ক্রিকেট দলকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশের নারীরা।
ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। এই কীতির জন্য টাইগ্রেসদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইংয় থেকে পাঠানো এক বার্তায় নারী দলকে অভিনন্দন জানানো হয়। জ্যোতিদের পাশাপাশি দলের কোচ ও কর্মকর্তাদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে পাকিস্তান। টার্গেট তাড়ায় বাংলাদেশের রেকর্ড ১২৫ রানের উদ্বোধনী জুটিতে ভর করে ২৬ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পায় বাংলার বাঘিনীরা।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত