বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে, মনে করেন জয়সুরিয়া
প্রকাশ: ৬ মার্চ ২০২৪, ১৩:৪১ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:১৩
শ্রীলঙ্কার পারফরম্যান্সে খুশি দলটির সাবেক অধিনায়ক সনৎ জয়সুরিয়া। তবে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে মনে করেন এ লঙ্কান ক্রিকেট গ্রেট। শ্রীলঙ্কার কনসাল্টেন্ট হিসেবে মঙ্গলবার সিলেটে এসেছেন জয়সুরিয়া।
বাংলাদেশে বহুবার পা রেখেছেন সনৎ জয়সুরিয়া। কখনো দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে কখনো টুর্নামেন্ট খেলতে কখনো বা প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিকেটার হিসেবে। তবে এবারের আগমন একটু আলাদা। গেলো ডিসেম্বরে ১ বছরের চুক্তিতে লঙ্কানদের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক। লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু করে দেখানো। সে উদ্দেশ্যে প্রথম টি টোয়েন্টি পর দলের সঙ্গে যোগ দিয়েছেন এ লঙ্কান গ্রেট।
শ্রীলঙ্কার পরামর্শক সনৎ জয়সুরিয়া বলেন, পরামর্শক হিসেবে আমি বেশ কিছু লক্ষ্য নিয়ে কাজ করছি। দলের ব্যাটিং ডেপথ বাড়ানো তার একটি। প্রথম ম্যাচ দেখে আমি সন্তুষ্ট। টপ আর্ডার রান পেলে যে কোন দলের জন্য জয় সহজ হয়ে যায়। চাপের সময় সানাকা যেভাবে বল করেছে তাও প্রশংসনীয়।
প্রথম ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিলে বাংলাদেশ। নেপথ্যে জাকের আলী। তবে তিনি এ ক্রিকেটারের একক কৃতিত্ব দিতে নারাজ। সনৎ জয়সুরিয়া বলেন, বাংলাদেশ হোম অ্যাডভান্টেজ পাচ্ছে। প্রথম ম্যাচে যেভাবে বাউন্স ব্যাক করেছে দ্বিতীয়টাতেও তেমন করতেই পারে। সেই সামর্থ্য তাদের আছে। মুখে যাই বলুন জয়সুরিয়া নিশ্চয়ই মনেপ্রাণে চাইবেন এক ম্যাচ হাতে রেখে শ্রীলঙ্কার সিরিজ জয়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত