বাংলাদেশ গেমস চলতেই থাকবে!
প্রকাশ: ৪ এপ্রিল ২০২১, ১৪:৫৫ | আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২৩:২৩
আজ রোববার সকালে আবার বাংলাদেশ গেমস ভিন্ন দিকে মোড় নিয়েছে। অ্যাথলেটিক্স, হ্যান্ডবল, শ্যুটিং সহ অনেক ডিসিপ্লিন তড়িঘড়ি করে খেলা শেষ করার চেষ্টা করোনা শঙ্কায়। কিন্তু সরকার লকডাউন না করে কঠোর নির্দেশনা দিতে পারে এমন আভাস পাওয়ার পর বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন খানিকটা হাফ ছেড়ে বাঁচলেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আজ সকালে অ্যাথলেটিক্স ইভেন্টে পুরস্কার প্রদানের পর বলেন,‘স্বাস্থ্য বিধি মেনেই বাংলাদেশ গেমস চলতে থাকবে।’ যাপিত জীবনের অনেক কিছু থমকে গেলেও থামছে না বাংলাদেশ গেমস!
সোমবার থেকে লকডাউন না হলেও কঠোর নিষেধাজ্ঞার নির্দেশনা দিতে পারে সরকার। এর মধ্যেও গেমস স্বাভাবিক গতিতে চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করলেন অলিম্পিক এসোসিয়েশনের এই কর্মকর্তা, ‘যেগুলো ইভেন্টস আছে ঠিকভাবে স্বাস্থ্য বিধি মেনে রেখে গেমস শেষ করব ইনশাআল্লাহ। আমি আশাবাদী গেমস সফলভাবে শেষ করার ব্যাপারে। সরকার গেমসের ব্যাপারে অবগত। অনেকের সাথেই আলোচনা হয়েছে।’
গেমসের সূচি অনুযায়ী ১০ এপ্রিল সমাপনী অনুষ্ঠান। দেশের চলমান পরিস্থিতিতে সমাপনী অনুষ্ঠান নাও হতে পারে। তবে ৯ এপ্রিলের মধ্যে গেমসের ক্রীড়া শেষ করার পরিকল্পনা বিওএর, ‘৯ এপ্রিলের মধ্যে আমরা গেমস শেষ করব।’ বলেন শাহেদ রেজা। সরকার এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেনি। প্রজ্ঞাপন জারির পর বিওএ আনুষ্ঠানিকভাবে পরবর্তী রূপরেখা প্রকাশ করবে।
৫ এপ্রিল লকডাউন হতে পারে ভেবে অ্যাথলেটিক্স আজকের মধ্যেই শেষ করে দিচ্ছে। শ্যুটিংও তড়িঘড়ি করে আজ অনেক ইভেন্ট শেষ করবে। শ্যুটিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ বাবলু বলেন,‘ আমরা গতকাল ( রোববার) সিদ্ধান্ত নিয়েছি দ্রুত শেষ করার। এখন আর সেই অবস্থান থেকে সরার পরিস্থিতি নেই’। দ্রুত শেষ করার জন্য শ্যুটিং একসাথে কোয়ালিফাইং ও চূড়ান্ত একবারে করে ফেলছে। সাধারণত কোয়ালিফাইংয়ের পর আরেকটি ফাইনাল রাউন্ড হয়। আজ সেটি হচ্ছে না। অন্য ডিসিপ্লিনেও অনেকটা একই চিত্র।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত