বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১৪:১৬ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:৫৬

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।
সোমবার মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় শান্তি ফিরিয়ে আনা এবং বাংলাদেশে সংসদ নির্বাচনের আয়োজনের প্রচেষ্টাকে মহাসচিব স্বাগত জানিয়েছেন।’
গুতেরেস আগামী সপ্তাহগুলোতে দেশটি এগিয়ে যাওয়ার সাথে সাথে নারী, যুবক এবং সারাদেশের জনগণের পাশাপাশি সংখ্যালঘুদের কথাবিবেচনা করে অন্তর্ভূক্তিমূলক সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, মহাসচিব বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের পূর্ণ সম্মানের আহ্বান জানিয়েছেন।
গুতেরেস সহিংসতার সমস্ত কর্মকান্ডের পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত