বাংলাদেশে আসতে লাগবে না কোভিড পরীক্ষা
প্রকাশ: ৯ মার্চ ২০২২, ০৭:৪১ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:১২
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোনো টিকার পূর্ণ ডোজ (সিঙ্গেল ডোজ বা বা ডাবল ডোজ) যারা নিয়েছেন, তাদের বাংলাদেশ আসতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করতে হবে না। তবে যাত্রীদের টিকাগ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
তবে যেসব যাত্রী এক ডোজ টিকা নিয়েছেন অথবা কোনো টিকাই নেননি তাদের বাংলাদেশে আসতে হলে ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর পরীক্ষা করে নেগেটিভ সনদ নিয়ে আসতে হবে।
বেবিচকের নির্দেশনা বলা হয়েছে, টিকা নিয়েছেন বা নেননি- বিদেশফেরত এমন কোনো যাত্রীর মধ্যে করোনাভাইরাসের লক্ষণ বা উপসর্গ পাওয়া গেলে তাকে সরকার নির্ধারিত হাসপাতালে নিয়ে নমুনা পরীক্ষা করা হবে। নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হলে ওই যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে সাত দিন আইসোলেশনেহবে থাকতে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত