বাংলাদেশে আসছে কাতার বিশ্বকাপের ট্রফি
প্রকাশ: ২৬ মে ২০২২, ০৯:৫৬ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮
আগামী ৮ জুন বাংলাদেশে আসছে কাতার বিশ্বকাপের ট্রফি। এর আগে ২০১৩ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের ট্রফি এসেছিল দেশে। মূলত বিশ্বে খেলাধুলার শান্তির বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ যাত্রা শুরু হয়েছে। গত ১২ মে কাতার বিশ্বকাপ ২০২২ এর ট্রফিটি উন্মোচনের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই কার্যক্রম। সেই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশও ভ্রমণ করে যাবে ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের ট্রফিটি।
পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফির এমন বিশ্ব ভ্রমণের আয়োজন করেছে ফিফা। এবার মোট ৫১টি দেশ ঘুরবে বিশ্বকাপের ট্রফি। আগামী জুনের দ্বিতীয় সপ্তাহে বিশ্বকাপ ট্রফি ঢাকায় পৌঁছার কথা রয়েছে। এর আগে ২০১৩ সালে প্রথমবারের মতো বাংলাদেশে আনা হয়েছিল বিশ্বকাপ ট্রফি।
ট্রফির বিশ্ব সফরের অন্যতম পার্টনার কোকাকোলা ইতোমধ্যে তাদের ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছে। বাফুফেকে ফিফাও নিশ্চিত করেছে বাংলাদেশে ট্রফি ভ্রমণের বিষয়টি। গতকাল বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বিশ্বকাপ ট্রফি আসার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
বাফুফে সূত্রে জানা গেছে, আগামী ৮ জুন ঢাকায় ট্রফি আসার পর প্রদর্শনী শেষে ৯ জুন চলে যাবে। ঢাকায় ৩৬ ঘণ্টা থাকবে। নিরাপত্তা ইস্যু বিবেচনায় ট্রফি প্রদর্শনের স্থান শেষ মুহূর্তে ঘোষণা করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত