বাংলাদেশের রাজ‌নৈ‌তিক নেতাদের ইউরোপে আশ্রয় নিয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১৯:১৫ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২২

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঢাকা মিশ‌নের চার্জ দ্য অ‌্যা‌ফেয়ার্স ব্যান্ড স্প‌্যা‌নিয়ার জানিয়েছেন, বাংলা‌দে‌শের রাজ‌নৈ‌তিক নেতারা য‌দি ইউ‌রোপীয় ইউনিয়‌নের দেশগু‌লো‌য় রাজ‌নৈ‌তিক আশ্রয়ের জন‌্য আবেদন ক‌রে, তা‌দের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত স্ব স্ব দেশগু‌লোর।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র বিষয়ক উপ‌দেষ্টা তৌ‌হিদ হো‌সেনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ শে‌ষে তিনি এ কথা ব‌লেন।ইইউর ঢাকা মিশ‌নের চার্জ দ্য অ‌্যা‌ফেয়ার্স ব্যান্ড স্প‌্যা‌নিয়ারের কা‌ছে জানতে চাওয়া হয়, রাজ‌নৈ‌তিক টালমাটাল অবস্থার ম‌ধ্যে বাংলা‌দে‌শের রাজ‌নৈ‌তিক নেতারা য‌দি আশ্রয় চায়, সে‌ক্ষে‌ত্রে ইইউর অবস্থান কি হ‌বে? উত্তরে তিনি বলেন, ইউ‌রোপীয় ইউ‌নিয়‌নের কনস‌্যুলার সা‌র্ভিস নেই। কেউ য‌দি রাজ‌নৈ‌তিক আশ্রয়ের জন‌্য সদস‌্য দেশগু‌লো কা‌ছে আবেদন ক‌রে তাহ‌লে সেই রাষ্ট্রগু‌লো সিদ্ধান্ত নে‌বে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, খুব ভালো আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশে সংকটকালীন তাদের পাশে আছি। আমরা জানতে এসেছি, কীভাবে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে পারি।

ঢাকার বি‌দে‌শি কূটনৈতিক মিশনগুলোয় সশস্ত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করায় ধন্যবাদ জানান তিনি।বৈঠ‌কে জিএসপি প্লাস ও শ্রমিক অধিকার নি‌য়ে আলোচনা হয়‌নি ব‌লে জানান স্প‌্যা‌নিয়ার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত