বাংলাদেশের বিরুদ্ধে ২৫৪ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৯ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০২:০১

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে দুই দলের প্রথম ম্যাচটি পন্ড হয় বৃষ্টিতে। আজ দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক লকি ফার্গুসন। আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে ২৫৪ রানে গুটিয়ে যায় কিউইরা।

টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দেন নিউজিল্যান্ড ব্যাটাররা। ভালো শুরুর পরে দ্রুত উইকেট হারিয়ে দিশেহারা নিউজিল্যান্ড। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান উইল ইয়াং। এরপর ব্যাটিংয়ে নামে চ্যাড বোয়েস। 

তবে দ্রুত উইকেট পড়লেও আক্রমণাত্মক মেজাজেই ব্যাট চালাচ্ছিলেন আরেক ওপেনার ফিন অ্যালেন।  দলীয় ২৬ রানে ১৫ বলে ১২ রান করে মুস্তাফিজুর রহমানের বলে আউট হন ফিন অ্যালেন। এরপর ব্যাটিংয়ে নামে হেনরি নিকোলস। হেনরি নিকোলসকে নিয়ে শুরুর চাপ সামাল দিতে ব্যর্থ হয় চ্যাড বোয়েস। দলীয় ৩৬ রানে ১৯ বলে ১৪ রান করে অভিষেক হওয়া খালিদ আহমেদের বলে আউট হন।

এরপর হেনরি নিকোলস সঙ্গে নিয়ে পরিস্তিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ক্রিজে আসা টম ব্লান্ডেল। চতুর্থ উইকেটে ১১১ বলে ৯৫ রানের জুটি গড়েন তারা। সাবলীল ব্যাটিংয়ে নিজের অর্ধশতক পূর্ণ করেন টম ব্লান্ডেল। তবে দলীয় ১৩১ রানে ৬১ বলে ৪৯ রান করা নিকোলাসকে আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন খালিদ আহমেদ।

পরে পঞ্চম উইকেটে ব্যাট করতে আসা রাচিন রবীন্দ্রও বেশিক্ষণ উইকেটে টিকেননি। নিজের নামের পাশে ১০ রান যোগ করতেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর ক্রিজে আসা কোল ম্যাকনকি নিয়ে ব্যাটিং করতে থাকে টম ব্লান্ডেল। তবে দলীয় ১৬৬ রানে বিপজ্জনক হয়ে উঠা ব্লান্ডেলকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। ফেরার আগে ৬৬ বলে ৬ চার ও ১ ছক্কায় তিনি করেছিলেন ৬৮ রান। 

সপ্তম উইকেটে দেখা শুনে খেলা কোল ম্যাককোঞ্চিও ইনিংস বড় করতে পারেননি। দলীয় ১৮৭ রানে নাসুমের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ৩৩ বলে ২০ করেন কোল। শেষ দিকে ইশ সোধির ক্যামিও ইনিংসে ভর করে ২৪৭ রানে গুটিয়ে যায় কিউইদের ইনিংস। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত