বাংলাদেশের কাছে হেরে তারকাদের নিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ১২:২৫ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯
সদ্য শেষ হওয়া বাংলাদেশ সিরিজে কোনো রকম একটা ম্যাচ জিতে বাংলাওয়াসের হাত থেকে বাঁচে অস্ট্রেলিয়া। তারকা ক্রিকেটারদের বড় একটা অংশ দেশে রেখেই বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বলাবলি হচ্ছিল, বাংলাদেশে আসা অস্ট্রেলিয়া দলের বেশিরভাগ খেলোয়াড়ই জায়গা পাবেন না টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে। তা হয়নি। বাংলাদেশে আসা ৯ জনকে রেখে বিশ্বকাপ দল ঘোষণা করেছে অসিরা।
ভ্রমণজনিত রিজার্ভ খেলোয়াড় হিসেবে ড্যান ক্রিশ্চিয়ান ও নাথান এলিস ছাড়াও মূল স্কোয়াডে রয়েছেন বাংলাদেশে আসা আরও সাতজন। তারা হলেন মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড ও মিচেল সুয়েপসন।
বিশ্বকাপ স্কোয়াডে এক অনভিষিক্ত খেলোয়াড়কেও দলে রেখেছে অস্ট্রেলিয়া। সবশেষ ভাইটালিটি ব্লাস্টে ৪৮.২৭ গড়ে দুই সেঞ্চুরির সাহায্যে ৫৩১ রান করার সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন টপঅর্ডার ব্যাটসম্যান জশ ইংলিস। বিশ্বকাপেই হয়তো অভিষেক হয়ে যেতে পারে তার।
এদিকে দলে ফেরানো হয়েছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিনসের মতো তারকা ক্রিকেটারদের। অ্যাশটন অ্যাগার ও অ্যাডাম জাম্পার পাশাপাশি তৃতীয় স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন মিচেল সুয়েপসন। তারা তিনজনই খেলে গেছেন বাংলাদেশ থেকে।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডঅ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিনস (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, মার্কাস স্টয়নিস, মিচেল সুয়েপসন ও জশ ইংলিস।
রিজার্ভ: ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত