বাংলাদেশের ওপেনার মুর্শিদাকে নিয়ে মীরের রসিকতা!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ১১:৫২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪

নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলছে টাইগ্রেসরা। ২৯০ রানের টার্গেটে ভারতের বিপক্ষে ব্যাট করছে নিগার সুলতানা জ্যোতির দল। সেখানেই ব্যাট করছিলেন বাংলাদেশের ওপেনার মুর্শিদা খাতুন।

স্কোরকার্ডে তার নাম দেখেই কমেডি শো মীরাক্কেলের উপস্থাপক মীর আফসার আলী, যাকে মানুষ মীর নামেই বেশি চেনেন। তিনি সামিাজিক যোযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলেন, ‘বাংলাদেশ দলের একজন মহিলা ক্রিকেটার তার নাম মুর্শিদা, ওনাকে তো সবসময় টিমে রাখতে হবে। টিম থেকে বাদ দিলে তো মুর্শিদাবাদ হয়ে যাবে!’

পশ্চিমবঙ্গের একটি জায়গার নাম হচ্ছে মুর্শিদাবাদ। আর সেই জায়গার সাথে মুর্শিদার নাম মিলিয়েই মীর এই রসিকতা করেন। 

 

ভিডিও মীর আফসার আলির ফেসবুক থেকে নেওয়া

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত