বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ইতালি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২১, ১৪:২৩ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১

ইতালিতে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক দফা বেড়েছে। নতুন করে আগামী ৩০ জুলাই পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।

করোনা প্রকোপ বেড়ে যাওয়ার কারণে ইতালি প্রবেশে গত এপ্রিল থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর থেকে দফায় দফায় তা বাড়ানো হয়।

ইতালি প্রবেশে সর্বশেষ নিষেধাজ্ঞা দেওয়া ছিল ২১ জুন পর্যন্ত। তবে, ১৯ জুন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় আরো এক দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ৩০ জুলাই পর্যন্ত করেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত