বাংলাদেশকে নিয়ে পন্টিংয়ের মন্তব্যের কড়া জবাব বিসিবির

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২২ |  আপডেট  : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। বৈশ্বিক এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে শক্তিশালী ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে অন্তত দুই ম্যাচে জয় পেতে হবে টাইগারদের। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও প্রতিপক্ষের শক্তিমত্তার বিচারে সেই পথ সহজ হবে না।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং মনে করেন, এবারের আসরে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা খুবই কম। আইসিসির এক পডকাস্টে তিনি বলেন, 'আমার ধারণা তাদের (বাংলাদেশ) সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়নস ট্রফির অন্য দলগুলোর সঙ্গে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।'

তবে পন্টিংয়ের সঙ্গে একমত নন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'গত চার-পাঁচ মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে। যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না।'

তিনি আরও বলেন, 'কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না। কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওসব জায়গায় কিছুটা পার্থক্য বোধহয় এবার আমরা দেখতে পারবো। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কঠিন সময় দিবে।'

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত