বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১৭:৫৪ |  আপডেট  : ৪ মে ২০২৫, ১৫:১০

ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত।

মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধা বাতিল করেছে। ভারতের বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই সুবিধার ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রফতানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। ভারত ২০২০ সালের জুনে বাংলাদেশকে পণ্য রফতানির এই সুবিধা দিয়েছিল।

এর আগে, ভারতের রফতানিকারকরা বিশেষ করে পোশাক খাতের প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ জুন, ২০২০ তারিখের সার্কুলার বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাৎক্ষণিকভাবে সংশোধিত হয়েছে। ভারতে ইতোমধ্যে প্রবেশ করা পণ্যগুলোকে সেই সার্কুলারে প্রদত্ত পদ্ধতি অনুসারে ভারতীয় ভূখণ্ড থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।

বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত পোশাক, পাদুকা এবং রত্ন ও অলঙ্কারের মতো ভারতীয় রফতানি খাতের অনেক ক্ষেত্রেই সহায়তা করবে। পোশাক খাতে বাংলাদেশ ভারতের একটি বড় প্রতিযোগী।

ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের (এফআইইও) মহাপরিচালক অজয় ​​সহায় বলেন, ‘এখন আমাদের পণ্য পরিবহনের জন্য আরও বেশি বিমান সক্ষমতা থাকবে। অতীতে, বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কারণে রফতানিকারকরা কম জায়গার অভিযোগ করেছেন।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত