বাংলাদেশও বিশ্বকাপে দারুণ কিছু করতে পারে
প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ২০:৩৫ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:০২
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। অজিদের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক কোনো টি-টোয়েন্টি সিরিজ জয় এটি। এর আগে জিম্বাবুয়েতে মনে রাখার মতো একটা সফর শেষ করেছে লাল-সবুজরা। ৯ ম্যাচে ৮ জয় নিয়ে দেশে ফেরেন টাইগাররা। একটি টি-টোয়েন্টি ম্যাচ ছাড়া আর সবই প্রাপ্তির খাতায়। বিশ্বকাপের মঞ্চে কেমন করবে বাংলাদেশ দল? এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডকে ফেভারিট মানছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হার্শেল গিবস। সেই সঙ্গে বাংলাদেশেরও সম্ভাবনা দেখছেন ৪৭ বছর বয়সী এ সাবেক তারকা। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সম্ভাবনার কথা জানান প্রোটিয়া ক্রিকেটার।
কিংবদন্তি ব্যাটসম্যান বলেন, ‘আমি ফেবারিট হিসেবে বলব ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা। তবে নিশ্চিতভাতে তো কিছু বলা যায় না। বিষয়টি নির্ভর করে বিশ্বকাপের কন্ডিশন কেমন হবে, তার ওপরে।
গিবস মনে করেন, তিনটি ফেবারিট দলের বাইরে বাংলাদেশও বিশ্বকাপে দারুণ কিছু করতে পারে। এছাড়া শ্রীলংকাও যে কোনো কিছু করে ফেলতে পারে।
করোনার কারণে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২০ সালে আয়োজনের কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। অনেক জল ঘোলার পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছিল, ২০২০ সালের টুর্নামেন্টটা হবে ২০২১ এর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে। তবে ভারতের করোনা পরিস্থিতি আবারও দুশ্চিন্তায় ফেলে আয়োজকদের। সিদ্ধান্ত বদলে যায়। বদলানো হয় ভেন্যু।
ভারত থেকে সরিয়ে নেওয়া হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজাহ স্টেডিয়াম ও ওমান ক্রিকেট একাডেমি-এ চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের খেলা।
বিশ্বকাপে প্রথম রাউন্ডে খেলবে বাংলাদেশ, শ্রীংলকা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও ওমান। এখান থেকে চারটি দল যাবে পরের পর্বে। সেখানে সরাসরি জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত