বহরমপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মমতাজ
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৩ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫
টাকা নিয়ে অনুষ্ঠান না করা, বিশ্বাস ভঙ্গ আর প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নারী সংসদ সদস্য তথা দুই বাংলার জনপ্রিয় গায়িকা মমতাজ বেগম। শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতের বহরমপুর আদালতে আত্মসমর্পণ করলে জামিন দেওয়া হয় এ গায়িকাকে।
এদিন আদালতে মমতাজের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত বিচারকের উদ্দেশে জানান, গত ৯ আগস্ট শুনানির দিন মমতাজ ঠিক কী কারণে বহরমপুর আদালতে হাজিরা দিতে পারেননি। মমতাজের আইনজীবীর বক্তব্যে সন্তোষ প্রকাশ করে বিচারক মমতাজের বিরুদ্ধে জারি থাকা গ্রেফতারি পরোয়ানা খারিজ করেন এবং তার জামিন মঞ্জুর করেন।
তবে বাদীর আইনজীবী আপত্তি জানিয়েছেন মমতাজের জামিনে। মামলার চার্জ গঠনের পর আসামির জামিনে আপত্তি করেন তিনি। তবে বিচারক আমলে নেননি তার আপত্তি। আগামী ২০ সেপ্টেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন।
তবে এখানেই থামছেন না মমতাজের বিরুদ্ধে মামলাকারী শক্তিশঙ্কর বাগচী। এরইমধ্যে হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় বলেন, ‘মমতাজ বিষয়ে আমি এখন কাউকে কিছু বলব না, কলকাতা হাইকোর্ট যতক্ষণ না কিছু বলছে।’
জানা গেছে, মুর্শিদাবাদে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশনের জন্য আয়োজক সংস্থার প্রধান শক্তিশঙ্কর বাগচীর সঙ্গে মমতাজের লিখিত চুক্তি হয়। চুক্তি মোতাবেক শক্তিশঙ্করের বিভিন্ন অনুষ্ঠানে মমতাজ নিয়মিত অংশ নিতেন। ২০০৮ সালের ডিসেম্বরে ১৪ লাখ টাকায় মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল শিল্পীর। তিনি অগ্রিম টাকাও গ্রহণ করেন। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি অমান্য করে অনুষ্ঠানে উপস্থিত হননি মমতাজ। এরপরই শক্তিশঙ্কর চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগ তুলে মুর্শিদাবাদের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মমতাজের বিরুদ্ধে মামলা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত