বর্ষার আনন্দে ভাসে প্রকৃতি
প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৯:৪৮ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮
নিতাই চন্দ্র দাস
---------------------------
গ্রীষ্মের তপ্ত দাহে ফেটে চৌচির ধরণীর বক্ষ
ফসলের মাঠে খা খা রোদে কৃষকের ভীষণ কষ্ট
বাতাসে ভাসে অগ্নিস্ফুলিঙ্গ প্রকৃতি হয়েছে আজ রুক্ষ।
রুক্ষ প্রকৃতি গ্রীষ্মের দাবদাহেই সৃষ্টি
আষাঢ় শ্রাবণ মাসে আসে বর্ষা, আসে প্রশান্তির বৃষ্টি
বর্ষা বৃষ্টির পরশে প্রকৃতি হাসে মনের হরষে
ধরণীর মাঝে এসেছে নতুন প্রাণের সঞ্চার।
চারিদিকে বর্ষা অবিরাম বাদলধারা
নদীনালা খালবিল মাঠঘাট অথৈ জলে ভরা
অথৈজলে শাপলা হাসে শুরু হয় হংস মাছের খেলা
প্রেমিকযুগল আনন্দে ভাসে বানিয়ে কলাগাছের ভেলা।
ঋতুরাণী বর্ষার ছোঁয়ায় উদ্বেলিত বাংলার প্রাণ
অথৈজলে পালতোলে নৌকা চলে ঢেউয়ের তালে
গলা ছেড়ে গায় মাঝি ভাটিয়ালি গান।
বৃষ্টির রিমঝিম শব্দের কি মধুর হৃদম
বাতাসে সুবাস ছড়ায় দোলনচাঁপা, কামিনী, কদম
বর্ষাকালে গাছের ডালে ধরে কতশত নতুন চালতা
নববধূ নাইওর যায় রাঙিয়ে পায়ে আলতা।
নব আনন্দে গাথা গৃহবধূর নকশিকাঁথা
কত সৌন্দর্য কত ভালবাসা দিয়েছে সবই ঋতুরাণী বর্ষা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত