বর্ষাকালের রূপ 

  রেজাউল করিম রোমেল 

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ১২:০৪ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫২

বর্ষাকালের বৃষ্টি তে
সুর ছন্দের সৃষ্টি তে।

ঝিরিঝিরি বাতাস বয়
মনে প্রাণে দোলা দেয়।

আহা কি অপরূপ 
বর্ষাকালের রূপ। 

ছল-ছল কল-কল 
পানির ফোয়ারা
খুশিতে মন 
হয় আত্মহারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত