বর্ষসেরা সাকিব আল হাসান
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৩, ১১:৫৯ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭
দেশের জনপ্রিয় একটি দৈনিকের দেওয়া ২০২১ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন সাকিব আল হাসান। পাঠকের ভোটে তিনি সেরা নির্বাচিত হন।
সাকিবের সঙ্গে সেরার দৌড়ে ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, ফুটবলার তপু বর্মণ, আর্চারের রোমান সানা ও দিয়া সিদ্দিকী।
বর্ষসেরার পুরস্কার পেয়ে সাকিব বলেন, সবাইকে ধন্যবাদ। প্রতিবার পুরস্কার পেলে অনেক ভালো লাগে। যখন দিচ্ছিল, জানতে চাচ্ছিলাম ২০১৯ সালের পুরস্কারটা দেবে কিনা। সে বছরটা ভালো ছিল, হয়তো পেতাম। পেলে সাতবার পুরস্কার পেতাম।
সাকিব আরও বলেন, সতীর্থ, কোচিং স্টাফ, বোর্ডের সবাইকে ধন্যবাদ দেব। তাদের কারণে আমার পথটা সহজ ছিল। সবাই দোয়া করবেন যেন আরও বড় বড় জায়গায় পারফরম্যান্স দেখাতে পারি।
বর্ষসেরা ক্রীড়াবিদ রানারআপ হলেন লিটন কুমার দাস। ভিডিওবার্তায় তিনি বলেন, ‘এ পুরস্কার পেয়ে অনেক খুশি হয়েছি। আরও খুশি হতাম, যদি সামনে থেকে নিতে পারতাম। ভবিষ্যতে এটি আমাকে প্রেরণা দেবে। সবাই দোয়া করবেন, যাতে আরও ভালো পারফরম্যান্স করতে পারি।’
বর্ষসেরা ক্রীড়াবিদ রানারআপ হয়েছেন মেহেদি হাসান মিরাজ। তিনি গত বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেছিলেন। বল হাতে নিয়েছেন ৪০ উইকেট।
বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হলেন দিয়া সিদ্দিকি। তার আগে শামরিন আক্তার, মোল্লা সাবিরা সুলতানা, ফৌজিয়া হুদা জুঁই, নাজমুন নাহার বিউটি, সালমা খাতুন, ববিতা খাতুন, জ উ প্রু, খাদিজাতুল কুবরা, শাহনাজ পারভীন মালেকা, মাবিয়া আক্তার, কৃষ্ণা রাণী সরকার, সাবিনা খাতুন, তহুরা খাতুন এ পুরস্কার জেতেন।
বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় ফুটবলের শাহেদা আক্তার। ১৬ বছর বয়সী ফরোয়ার্ড শাহেদা ছিলেন সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এর আগে রাসেল মাহমুদ জিমি, সাকিব আল হাসান, তামিম ইকবাল এ পুরস্কার জিতেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত