বন্ধু তুমি কই ?
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ১৩:২৩ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:৩৬
বন্ধু তুমি কই ?
রাজু আহমেদ
বিরান হিয়ার গোপন কথ
হ্নদয় জুড়ে বিষণ্নতা।
উদাস ঘ্রাণ মনের কূপে
কাঁদি বসে চুপেচুপে।
শিল্পী আঁকে জীবন ছবি
বাল্যজীবন লেখে কবি।
মোমের প্রদীপ নিভূ নিভু
কান্দেরে মন বুঝেনা কভু।
কলমের ঠোঁটে নেইতো উল্লাস
নিশীথ বেলায় শুধুই দীর্ঘশ্বাস।
বন্ধু তুমি কই?
কবির বিষাদ গন্ধ জড়িয়ে কবিতায়
হ্নদয় এখন নিরুপায়।
দেখি শুধু তোমার নিশীথ সমাধি
তুমি ঘুমিয়ে ভূতল শয়নে।
বন্ধু তুমি কই?
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত