বছরের শুরুতেই পলকে'র নতুন চমক

  শাহনাজ বেগম

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৩, ১৪:৪৬ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬

ছোটপর্দার অভিনেতা শেখ ফরিদ পলক রাষ্ট্রীয় অনুদান প্রাপ্ত সিনেমায় অভিনয় করার মধ্যে দিয়ে ২০২২ সালে ভালোই আলোচনায় থাকার পাশাপাশি গতবছরে তার অভিনীত কাজগুলোর বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। এবার বছরের শুরুতে নতুন চমক দিয়ে ২০২৩’র যাত্রা শুরু করেছেন পলক।

বছরের দ্বিতীয় দিনে পলক'র অফিসিয়াল ফেসবুক ফ্যান পেইজ এবং পলক এন্টারটেইনমেন্ট এর অফিসিয়াল ফেসবুক পেইজে একইসাথে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে "তুমি আজও আমার গল্পে" নামক একটি শর্ট ফিল্মে ফের জুটিবদ্ধ হয়েছেন শেখ ফরিদ পলক ও জাকিয়া ইসরাত জয়া। যার ট্রেইলার আগামী ৪ জানুয়ারি ২০২৩ইং শেখ ফরিদ পলক'র জন্মদিনকে কেন্দ্র করে পলক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

শর্ট ফিল্মটির বিষয়ে পলক জানায়- এটি মুলত মায়া, ভালোবাসা এবং আবেগ নিয়ে নির্মিত একটি রোমান্টিক শর্ট ফিল্ম। এ গল্পে বাস্তবতার কাছে হেরে যাওয়া এক ব্যার্থ প্রেমিক'কে দেখা যাবে। তবে প্রেমিকার অব্যক্ত ভালোবাসার স্পর্শে কি পূর্ণতা পাবে সেই ব্যার্থ প্রেমিকের গল্প? জানতে হলে পুরো শর্ট ফিল্মটি দেখতে হবে।

এছাড়াও এই গুণী অভিনেতা আগামীতে আরো বেশকিছু চমকপ্রদ কাজ নিয়ে হাজির হবে বলে জানিয়েছেন তিনি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত