বঙ্গোপসাগরে মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান শুরু
প্রকাশ: ২৩ মে ২০২২, ১৯:৩৩ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৫০
প্রজনন মৌসুমে বঙ্গোপসাগরে ইলিশ আহরণ বন্ধ রাখতে অভিযান শুরু করেছে কোস্টগার্ড বাহিনী। সোমবার (২৩ মে) সকাল থেকে বঙ্গোপসাগরের মোংলা উপকূল জুড়ে এই অভিযান শুরু করেছে কোস্টগার্ড বাহিনী। ইলিশ রক্ষায় আগামী ২৩ জুলাই পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন মোহাম্মদ মোসায়েদ হোসেন বলেন, সোমবার সকাল থেকে শুরু হওয়া আমাদের এই অভিযান আগামী ২৩ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। একই সাথে জেলেদের সরকারী সহায়তা পৌছে দিতে কোস্টগার্ড নানা কর্মকান্ড রয়েছে আমাদের। এর পাশাপাশি দেশের সমুদ্র ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ডের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক অর্থনৈতিক অ লে প্রজনন মৌসুমে ডিম ওয়ালামাছ ও চিংড়ির নিরাপদ পরিবেশ সৃষ্টিকরা, সমুদ্রে মাছের মজুদ বৃদ্ধিসহ মৎস্য সংরক্ষণ, সুষ্ঠু ও বিজ্ঞান সম্মত উপায়ে মৎস্য আহরণ নিশ্চিত করার স্বার্থে ২০ মে হতে আগামী ২৩ জুলাইপর্যন্ত ৬৫(পঁয়ষট্টি) দিন বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত