বঙ্গমাতার জন্মবার্ষিকীতে শিবগঞ্জে সেলাই মেশিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ
প্রকাশ: ৮ আগস্ট ২০২২, ১৫:৫৪ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০১:২৩
বগুড়া শিবগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। সোমবার (০৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও ৬ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে, মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা- এই শ্লোগান সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ - সোনাতলা) সার্কেল তানভীর আহমেদ, সহকারি কমিশনার ভূমি মোঃ তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস। নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তারক নাথ কুন্ডু, উপজেলা কৃষি অফিসার আল মুজাহিদ সরকার, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ, শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা যুব কর্মকর্তা গোলাম রব্বানী। সেলাই মেশিন বিতরণ শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে অসুস্থ ব্যাক্তিদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত