'বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়া জড়িত, এটা দিনের আলোর মতো স্পষ্ট'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ১৪:৩৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:৪১

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত, এটা দিনের আলোর মতো সত্য। তবে অনেকেই বলেন তাহলে কেন তাকে আসামি করা হয়নি। এর উত্তর হলো- জিয়াউর রহমান মারা যাওয়ায় তাকে বঙ্গবন্ধু হত্যা মামলায় আসামি করা হয়নি।’

১৫ আগস্ট উপলক্ষ্যে গুলশানের নিজ বাসভবনে বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কেউ কেউ তার মরণোত্তর বিচারের দাবি করছেন। কিন্তু বাংলাদেশের আইনে মরণোত্তর সাজা দেওয়ার কোনো বিধান নেই। ফলে তামাশার জন্য আমরা কিছু করছি না।

বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে রায় কার্যকরে সরকার বদ্ধ পরিকর জানিয়ে তিনি আরও বলেন, ‘যতদিন আওয়ামী লীগের একজন কর্মীও থাকবে, ততদিন পর্যন্ত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় কার্যকর করার চেষ্টা অব্যাহত থাকবে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত