বঙ্গবন্ধু মানে বাংলাদেশ
প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১০:৪৪ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২১
অঁভিষ্ণু অভি
------------------------
ঘাতকেরা তোমাকে হত্যা করেনি
পিতা
রক্তের কাফনে মুড়েছিল বাংলা,
ওরা চেয়েছিল মুছে দিতে তোমার নাম-নিশানা
ওরা নির্বোধ, ওরা বড্ড বোঁকা-
ওরা ভেবেছিল তুমি হয়তো ঐ রক্তে-মাংসের শরীরে থাকো,
মাংসখেকোরা তাই হামলে পড়েছিল ও শরীরে।
ওরা জানতো না
তুমি মিশে আছো বাংলার আলো-বাতাসে,
বাংলার প্রতিটি ধুলিকনায়
প্রতিটা নর-নারী, শিশু-বৃদ্ধের হৃদয়ের মনি কোঠায়
ওরা কয়টা মুজিব কে হত্যা করবে?
এদেশের ১৬ কোটি মানুষই মুজিব।
আমিই মুজিব, তুমিও মুজিব
আমার স্ত্রীর ভ্রুনে আগামীতে যে শিশু জন্মানোর
অপেক্ষায়, সে ও মুজিব
বাঙালি মানেই বঙ্গবন্ধু, আর বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত